
মাদারীপুর জেলা প্রশাসনের আয়োজনে দিবসের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসকের কার্যালয়ে সোমবার সকালে ( ৩০ নভেম্বর) এ সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক ড:রহিমা খাতুন সভাপতিত্বে উপস্থিত ছিলেন মাদারীপুরে কর্মরত সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা, জেলা আওয়ামী লীগের সদস্যবৃন্দ, পৌর মেয়র খালিদ হোসেন ইয়াদসহ অন্যরা।
জেলা প্রশাসক ড. রহিমা খাতুন বলেন, করোনার কারনে অন্যান্য বছরের মতো এ বছর বিজয় দিবস পালিত হবে না। স্বাস্থ্যবিধি মেনে হবে এবারের বিজয় দিবস পালিত, মাঠে থাকবে না ডিসপ্লে। তবে পৌরশহর ও সরকারি প্রতিষ্ঠানগুলোতে আলোকসজ্জা করা হবে। সামাজিক দূরত্ব বজায় রেখে, গণসমায়েত না করে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দেওয়া হবে।