
সোহাগ হোসেন: মাদারীপুরে নির্মাণাধীন সদর হাসপাতালের নতুন ভবনের ৬ তলা থেকে পড়ে ৩ শ্রমিক আহত হয়েছে।
নির্মাণ শ্রমিক ও প্রত্যক্ষদর্শীরা জানান, সদর হাসপাতালের নতুন ভবনের নির্মাণ কাজের সময়ে বৃহস্পতিবার দুপুরে ৬ তলার উপর দাড়িয়ে কাজ করছিলেন শ্রমিকরা। এ সময় নির্মাণ কাজের যন্ত্রপাতিসহ নিচে পড়ে যায় নির্মাণ শ্রমিক ইটেরপুল এলাকার রুবেল বেপারী। এই নির্মাণ শ্রমিক নিচে থাকা ঢালাই মিক্সার মেশিন ও দাড়িয়ে থাকা দুই শ্রমিকের উপর পড়ে। এ সময় নিচে থাকা ঢালাই কাজে সহযোগী দুই শ্রমিক শুভ হোসেন ও নয়ন আকনও আহত হয়। আহতদের তাৎক্ষণিক হাসপাতালে ভর্তি করা হয়। ৬ তলা থেকে পড়া নির্মাণ শ্রমিক রুবেল বেপারীর অবস্থা আশঙ্কাজনক। আহত শ্রমিকদের স্বজনদের আহাজারিতে হাসপাতাল চত্বর ভারী হয়ে ওঠে।
নির্মাণ কাজের ঢালাই সর্দার চানমিয়া চৌকিদার বলেন, ফোরহাদ নির্মাণ কাজে সহায়তার সময় হাসপাতালের ছয় তলা থেকে পড়ে গুরুতর আহত হয়।